এই মুহূর্তে লন্ডনে সময় কাটাচ্ছেন কাপড় পরিবারের নতুন বৌমা। বিয়ের দু মাসের মধ্যে তার মা হওয়ার খবর আর একবার তাঁকে সংবাদের শিরোনামে নিয়ে এসেছে। তিনি অবশ্যই বলিউডের হার্টথ্রব অভিনেত্রী আলিয়া ভাট। অন্যদিকে তাঁরই লুক অ্যালাইক এক অসমীয়া কন্যা সেলেস্টি বৈরাগী বিশেষভাবে নজর কেড়েছেন। যেখানেই তিনি যাচ্ছেন মানুষজনের নানান প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে তাঁকে। আলিয়া ভাট হিসেবে নানান প্রশ্ন হজম করতে হচ্ছে সেলেস্টিকে। আপাতদৃষ্টিতে খুশির খবর হলেও ব্যাপারটাতে একেবারেই মজা পাচ্ছেন না তিনি। একেবারেই খুশি নয় সেলেস্টি। আলিয়ার মতো দেখতে বলে প্রথম দিকে ব্যাপারটা বেশি উপভোগ করছিলেন তিনি। কিন্তু এখন কিছুটা বিরক্ত। এখন মরিয়া হয়ে উঠেছেন নিজের স্বতন্ত্র পরিচিতি তৈরি করতে। আর সেখানেই পদে পদে ব্যাঘাত ঘটছে। কোনভাবেই আলিয়া ভাটের লুক অ্যালাইক হয়ে জীবন কাটাতে চান না সেলেস্টি। সেজন্য তিনি এক উপায় বের করেছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের কিছু ভিডিও ও রিলস তৈরি করে পোস্ট করেছেন। যেখানে তিনি বলছেন যে তিনি আলিয়া ভাট নন। আসলে সেলেস্টি নিজেও অভিনেত্রী হতে চান। আলিয়াকে তিনি নিজেও খুব পছন্দ করেন। কিন্তু তার মত দেখতে হওয়ায় কোথাও যেন নিজের পরিচয় হারিয়ে ফেলছেন এই অসমীয়া কন্যা। আর সেখানেই তারা আপত্তি। তাই মানুষ যতই তাকে আলিয়া ভাট মনে করছেন, ততই তিনি তাদের বোঝাতে চাইছেন যে তিনি তা নন। কারণ ছেলেএসটি মর্মে মর্মে বুঝতে পেরেছেন যে তার অভিনেত্রী পরিচয় তৈরি করতে গেলে প্রথমেই তাঁকে আলিয়ার ছায়া থেকে বেরিয়ে আসতে হবে।
Html code here! Replace this with any non empty text and that's it.